কবীরা গুনাহের অন্যতম একটি ক্ষতি হলো, আল্লাহ তাআলার দৃষ্টি থেকে আড়াল হয়ে যাওয়া। মনে করুন ঘোষণা হলো, আজকে বাদশাহর দরবারে সবাইকে বিশেষ পুরস্কার দেয়া হবে। কিন্তু আপনি সেখানে যাওয়ার পর আপনাকে প্রাসাদেই ঢুকতে দেয়া হলো না। ফলে বাদশাহর নজরে... আরও পড়ুন
কবীরা গুনাহের অন্যতম একটি ক্ষতি হলো, আল্লাহ তাআলার দৃষ্টি থেকে আড়াল হয়ে যাওয়া। মনে করুন ঘোষণা হলো, আজকে বাদশাহর দরবারে সবাইকে বিশেষ পুরস্কার দেয়া হবে। কিন্তু আপনি সেখানে যাওয়ার পর আপনাকে প্রাসাদেই ঢুকতে দেয়া হলো না। ফলে বাদশাহর নজরে না পড়ার কারণে আপনি আর পুরস্কার পেলেন না।
কবীরা গুনাহের ব্যাপারটাও ঠিক তেমনই। এর কারণে মানুষ সকল বাদশাহের বাদশাহ আল্লাহ তাআলার নজর থেকে আড়ালে চলে যায়। ফলে সে ধীরে ধীরে আল্লাহ তাআলার অনুগ্রহ, দয়া থেকে মাহরুম হতে থাকে। তাঁর দেয়া উত্তম রিযিকও ধীরে ধীরে বন্ধ হতে থাকে। পেরেশানি-অস্থিরতা বাড়তে থাকে। একের পর এক আপদ-বিপদ আসতে থাকে। সে তখন অভিযোগ করে, আল্লাহ কি আমার এই অবস্থা দেখে না? অথচ সে ভাবে না, সে তো কবেই আল্লাহ তাআলার নজরের আড়ালে চলে গিয়েছে গুনাহের কারণে।
কবীরা গুনাহের ভয়াবহতা, ক্ষতি, কবীরা গুনাহের তালিকা ও এ থেকে বেঁচে থাকার উপায় নিয়েই ইমাম যাহাবী রহ. এর অমূল্য কিতাব ‘আলকাবায়ির’। এর অসংখ্য অনির্ভরযোগ্য নুসখা এড়িয়ে সহীহ নুসখার তাহকীক-তাখরীজকৃত সংস্করণের বাংলা অনুবাদ নিয়েই আমাদের এই বই ‘কবীরা গুনাহ’।