“কুরবাণীর শিক্ষা” বইয়র সংক্ষিপ্ত কিছু কথা:
তিনি (হযরত ইব্রাহীম আ) বললেন, তোমরা কি তার দাসত্ব করবে যা তোমরা নিজেরা হাতে গড়। পক্ষান্তরে আল্লাহ তোমাদের সৃষ্টিকর্তা এবং তোমরা যা হাতে বানাও তারও সৃষ্টিকর্তা। তারা বলল, প্রস্তুত কর তার জন্য আগুনের কুণ্ডলী এবং তাঁকে নিক্ষেপ কর সেই জ্বলন্ত আগুনের মধ্যে।
এভাবে তারা চক্রান্ত... আরও পড়ুন
“কুরবাণীর শিক্ষা” বইয়র সংক্ষিপ্ত কিছু কথা:
তিনি (হযরত ইব্রাহীম আ) বললেন, তোমরা কি তার দাসত্ব করবে যা তোমরা নিজেরা হাতে গড়। পক্ষান্তরে আল্লাহ তোমাদের সৃষ্টিকর্তা এবং তোমরা যা হাতে বানাও তারও সৃষ্টিকর্তা। তারা বলল, প্রস্তুত কর তার জন্য আগুনের কুণ্ডলী এবং তাঁকে নিক্ষেপ কর সেই জ্বলন্ত আগুনের মধ্যে।
এভাবে তারা চক্রান্ত করলো আর আমি তাদের চক্রান্ত বানচাল করে তাদেরকে হেয় প্রতিপন্ন করলাম। আর তিনি বললেন আমি আমার প্রভুর দিকে চললাম, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। হে প্রভু আপনি আমাকে নেক সন্তান দান করুন। অতঃপর আমি তাকে সুসংবাদ দিলাম এক অতীব ধৈর্যশীল সন্তানের।
| Title | কুরবাণীর শিক্ষা |
| Author | খন্দকার আবুল খায়ের রহ. |
| Publisher | খন্দকার প্রকাশনী |
| Edition | 29th Published, 2017 |
| Number of Pages | 24 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |