“টিন : আকাশে উড়বো একদিন” বইয়ের কিছু অংশ:
দিনান্তে ক্লান্ত পাখিদের নীড়ে ফিরতে দেখে ঐ পাখিগুলো হতে ইচ্ছে করেছে কখনো? উড়ে যেতে ইচ্ছে করেছে দূর, বহুদূরে কোথাও? কখনো জীবন-যুদ্ধে অতিষ্ঠ হয়ে গভীর অরণ্যানীর মাঝে হারানোর সাধ জেগেছে অন্তরে? কিংবা চাঁদহীন তারা ভরা আকাশের দিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে দূরের ঐ জ্বলজ্বলে তারাটা... আরও পড়ুন
“টিন : আকাশে উড়বো একদিন” বইয়ের কিছু অংশ:
দিনান্তে ক্লান্ত পাখিদের নীড়ে ফিরতে দেখে ঐ পাখিগুলো হতে ইচ্ছে করেছে কখনো? উড়ে যেতে ইচ্ছে করেছে দূর, বহুদূরে কোথাও? কখনো জীবন-যুদ্ধে অতিষ্ঠ হয়ে গভীর অরণ্যানীর মাঝে হারানোর সাধ জেগেছে অন্তরে? কিংবা চাঁদহীন তারা ভরা আকাশের দিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে দূরের ঐ জ্বলজ্বলে তারাটা হওয়ার ইচ্ছে জেগেছে? অথবা বাঁ-হাতে চোখ মুছে বদলে দিতে ইচ্ছে করেছে গোটা ধরণিকে?
আমাদের অনেক কিছু করতে ইচ্ছে করে। সমাজকে পালটে দেওয়ার বাসনা জন্মায়, অদ্ভুদ সুন্দর একটা দুনিয়া গড়ার সাধ জাগে। লোকে টিপ্পনী কাটে, কেউ ঠোঁট উলটে বলে-ওসব তোমার কম্ম নয় বাপু! বন্ধুরা আবার একটু আগ বাড়িয়ে বলে-বৈরাগী হলি কবে?
অথচ যে-ই কথাটা তাদের সবার বলা উচিত ছিল; কেউ-ই সেটা বলল না, বলে না। "তুমিও পারবে", দুই শব্দের এই বাক্যটা বলতে কেন তাদের এত অনীহা কিংবা ভীতি-জানা নেই।
হ্যাঁ, তুমি পারবে; নিজেকে বদলাতে, পরিবারের মানুষগুলোকে পালটাতে, সমাজের অন্যায়গুলো রুখে দিতে, পরিশেষে সুন্দর একটা দেশ গড়তে বিইজনিল্লাহ। তুমি মানে তুমিই, পৃথিবীর প্রত্যেকটা 'তুমি'।
| Title | টিন : আকাশে উড়বো একদিন |
| Author | আরিফ আজাদ
|
| Publisher | আযান প্রকাশনী |
| Edition | 1st Published, 2022 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |